শাবি প্রতিনিধি:: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ঢাকাস্থ মগবাজারে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন। এ অতিথি ভবনের কক্ষ বরাদ্দে অনলাইনে বুকিং সেবা চালু করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে এ অনলাইন সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য ঢাকাস্থ অতিথি ভবন ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় আধুনিকীকরণে সকলের জন্য ঝামেলামুক্ত রুম বরাদ্ধ নিশ্চিতকরণে ডিজিটাল পদ্ধতিতে প্রদত্ত এ সেবা উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা দাপ্তরিক ও ব্যক্তিগত কারণে নির্ধারিত তথ্য দিয়ে অনলাইনে এ সেবা নিতে পারবেন।
আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সিন্ডিকেট সদস্য ও এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাাপক ড. মো আরিফুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাাপক ড. মো. রাশেদ তালুকদার, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেসের অনুষদের ডিন অধ্যাাপক ড. রোমেল আহমেদ, ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাাপক ড. মো. খায়রুল ইসলাম, লাইফ সায়েন্সেসের অনুষদের ডিন অধ্যাাপক ড. মো. কামরুল ইসলাম, সোশ্যাল সায়েন্সেসের অনুষদের ডিন অধ্যাাপক দিলারা রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মো. মহিবুল আলম, কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আবদুল্লা আল মুমিন, প্রক্টর সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, ১ম ছাত্রী হলের প্রভোস্ট প্রফেসর ড. জায়েদা শারমিন, সহকারী অধ্যাপক জোবায়দা কনক খান, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব তাজিম উদ্দিন প্রমূখ।
এবিএ/২২ ফেব্রুয়ারী