কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার পার্শ্ববর্তী জাকছড়া লেবু বাগান থেকে উদ্ধার হওয়া ১৪ ফুট দৈর্ঘ্যের ও প্রায় ৭০ কেজি ওজনের আলোচিত অজগর সাপটিসহ তিনটি অজগর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার বন বিভাগের স্টাফ ও সাংবাদিকদের উপস্থিতিতে এই সাপগুলো অবমুক্ত করেন।
জানা গেছে, কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত ১২ ফেব্রুয়ারি একটি বার্মিজ অজগর সাপ চা বাগানের ভেতরে দেখতে পান কিছু চা শ্রমিক, তখন সেই সাপের পেছনে পেছনে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। পরে সেই সাপের ভিডিও ধারণের কথা জানান পরিবেশবাদী ও সাংবাদিক রিপন দে-কে। পরে তিনি তার ফেসবুক আইডি থেকে ১৩ ফেব্রুয়ারি সেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে তখন দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল।
অনেকের দাবি, দেশের মধ্যে এই সাপটিই সবচেয়ে বড়। এ নিয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও গবেষক ও পরিবেশ কর্মীদের দাবি, এত বড় সাপ তারা বাস্তবে কখনো দেখেননি। শুধু বিদেশি সিনেমাতেই দেখেছেন।
বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, লাউয়াছড়া বন্যপ্রাণীর জন্য একটি ভালো জায়গা। আমাদের সবার উচিত এদের রক্ষা করা এবং লাউয়াছড়াকে নিরাপদ এবং প্রাণিবান্ধব রাখা।
এবিএ/২২ ফেব্রুয়ারী