সিলেট৭১ ডেস্ক:; ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদানের প্রতি শ্রদ্ধাঞ্জুলী নিবেদন করলো যুক্তরাষ্ট্র যুবলীগ। সোমবার যুক্তরাষ্ট্রের ব্রন্স এ এশিয়ান ড্রাইভিং স্কুলে নির্মিত অস্থায়ী শহীদমিনারে সকালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল আহমদ, মোশাহিদ চৌধুরী, সাবেক সিলেট মহানগর যুবলীগ নেতা মেহেদি কাবুল, যুবলীগ নেতা ও নিউজপোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর এনওয়াই এর চেয়ারম্যান মাহমুদুর রহমান,ওলিউর রহমান চৌধুরী ,মিজানুর রহমান চৌধুরী,মিশু খান,সৈকত চৌধুরী,রাসেল আহমদ,লুৎফুর রহমান চৌধুরী,হাসান আহমদ,আবেদ আহমদ,শফিক আহমদ, লিঙ্কন, জুবায়ের, জাবেদ আহমদ, দিপংকর দেব সুমন ও রিটন সরকার প্রমুখ।
শ্রদ্ধাঞ্জুলী নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, একুশের পথ ধরেই বাঙ্গালী জাতি অর্জন করেছে স্বাধীনতা। সুতরাং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশ ও বাংলাভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে পারলেই মহান ভাষা দিবস আরও সফল ও সার্থক হবে।
এবিএ/২১ ফেব্রুয়ারী