শাবি প্রতিনিধি:: যথাযথ মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর ৮টা ১০ মিনিটে প্রভাতফেরী ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি শেষে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৮ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য। তারপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডীন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএ/২১ ফেব্রুয়ারী