জগন্নাথপুর প্রতিনিধি;: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথপুরের উপজেলা পরিষদ, প্রশাসন বিভিন্ন স্তরের মানুষ।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় পৌরশহরের কেন্দ্রে শহীদ মিনারে প্রথমে উপজেলা পরিষদ পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ।
এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, জগন্নাথপুর থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,চিলাউড়া ব্রাদার্স পোস্টিং ক্লাব, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর নার্সারি স্কুলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী ধীরেন্দ্র সুত্রধরের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম।
আইআর/২১ ফেব্রুয়ারি