তাহিরপুর প্রতিনিধি;: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ ও তার ছেলে সাংবাদিক রাজন চন্দের উপর হামলার অভিযোগ উঠেছে যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশারের বিরুদ্ধে।
সাংবাদিক রাজন চন্দ জানান, শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাহিরপুর সদর বাজারে হঠাৎ উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন ও তার ভাতিজা আবুল বাশারের নেতৃত্বে উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ এর উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রুকন তালুকদার জানান, যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিনের বিরুদ্ধে সাংবাদিক রাজন ও তার বাবা একাধিক সংবাদ প্রকাশ করেছেন। এই সংবাদের জের ধরেই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
রাজন চন্দ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব ও দৈনিক আজকের পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সাংবাদিক রাজন চন্দের পিতা রমেন্দ্র নারায়ন বৈশাখ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আইআর/২১ ফেব্রুয়ারি