সিলেট৭১নিউজ ডেস্ক;: বাঁধন সাইকোথেরাপী এন্ড কাউন্সেলিং সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ ফেব্রুয়ারি) নগরীর শাহীঈদগাহে ৩দিন ব্যাপী এই সেন্টার উদ্বোধন করা হয়। প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফ্রি কাউন্সেলিং সেবা ক্যাম্পেইন চলবে।
সিলেট বিভাগের সর্বপ্রথম বাঁধন সাইকোথেরাপী এন্ড কাউন্সেলিং সেন্টার এর উদ্বোধনকালে অতিথির বক্তব্যে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে।
এভাবে আধুনিক সেবার মাধ্যমে চিকিৎসা প্রদান করে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। জনসচেতনতার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে রাখতে দেশবাসীকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্ত নির্মূলে সমাজের সকল মহল বিশেষভাবে উজ্জীবিত হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিশিষ্ট সমাজসেবী জামিল চৌধুরী , প্রাক্তন জেলা রোটারী গভর্ণর শহীদ চৌধুরী, কিশোরী মোহন উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মুহিব-উস-সালাম রিজভী , রোটারিয়ান কৌশিক চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন -বাঁধন সাইকোথেরাপী ও কাউন্সেলিং সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক কামাল আহমদ খান, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুমনা ইসলাম , ড. গৌতম সুত্রধর, সাইকোলজিস্ট খলিল আহমেদ মামুন এবং শিক্ষানবিশ মনোবিজ্ঞানী জাহানারা ইসলাম তিথী।
আইআর/২১ ফেব্রুয়ারি