সিলেট৭১ ডেস্ক:: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, পড়ালেখার পাশাপাশি পরিবারের আয়ের বিরাট একটা অংশ অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে শ্যামল আহমদ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার মতো অনেকেই এভাবে এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে।
সিলেটের গোলাপগঞ্জের সমাজসেবক ও ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সদস্য শ্যামল আহমদের উচ্চশিক্ষার্থে প্রবাসযাত্রা উপলক্ষে সংবর্ধনা সভায় প্রধান অতিথির তিনি আরও বলেন, উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ তৈরি করে শ্যামল আহমদ দেশকল্যাণে আরো বড় ভূমিকা রাখবেন।
রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে দত্তরাইল এলাকাবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীন ব্যক্তিত্ব জয়নাল আহমদ খান। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী সহ-দফতর সম্পাদক হোসেন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জ্বল, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আব্দুল আজাদ, সমাজসেবক কলা মিয়া, আবুল কাশেম লিপু, আবু জাহিদ চৌধুরী, মাওলানা আবুল কালাম, গোলাম দস্তগির খান ছামিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, আফসার আহমদ, সমাজসেবক মিনহাজ খান সোহাগ, আরিফ খান, রাশেদ আহমদ, ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সদস্য আদনান খান, ফুটবল খেলোয়াড় রেমল আহমদ, রাসেল আহমদ, ইকবাল আহমদ, রাকিন আহমদ, ক্রীড়া সংগঠক তানিম খান প্রমুখ ।
অনুষ্ঠানে সংবর্ধিত শ্যামল আহমদ এর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এবিএ/২০ ফেব্রুয়ারী