সিলেট৭১ ডেস্ক:; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মাদকমুক্ত- জঙ্গিমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এমনকি সমাজের সম্প্রীতি বন্ধনে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। শুধু তাই নয়, একজন খেলোয়াড়কে শৃঙ্খলাবোধ ও আত্মনির্ভরশীল হতে শেখায়।
তিনি মুজিব-কামরুলকে আর্থিক পৃষ্ঠপোষকতায় অভিনন্দন জানিয়ে ঢাকাদক্ষিন ক্রীড়া চক্রের এই ধরনের প্রতিযোগিতামুলক কর্মকাণ্ডের প্রশংসা করে তা অব্যাহত রাখার আহবান জানান।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাকাদক্ষিন ক্রীড়া চক্র আয়োজিত মুজিব-কামরুল প্রাইজমানি ফুটবল টুনামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
খেলা পরিচালনা কমিটির সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল লেইছ, মুরব্বি আব্দুস শহীদ খান জিলা, ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব কফিল আহমদ, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব জাকারিয়া হোসেন উজ্জ্বল, ঢাকাদক্ষিণ ক্রীড়া চক্রের সাবেক সাধারণ সম্পাদক নির্মল কান্তি দে, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, ঢাকাদক্ষিণ ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আব্দুল আজাদ, সাবেক খেলোয়াড় কিয়াম আহমদ ও শ্যামল আহমদ প্রমূখ।
খেলায় বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশ ট্রাইবেকারে ৪-২ গোলে বিয়ানীবাজার যুব সংঘ এফসি দলকে পরাজিত করে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
এবিএ/২০ ফেব্রুয়ারী