গোলাপগঞ্জ প্রতিনিধিঃঃ সিলেটের গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটকৃতদের নাম প্রকাশ করেনি থানা-পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
তবে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মামলার প্রস্তুতি চলছে। এদিকে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে তারিফুর রহমানের জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা নামক মাঠে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন তারিফ। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। নিহত যুবক উপজেলার পৌর এলাকার রণকেলী নয়াগ্রামের তখলিছ আলীর ছেলে। জানা যায়, শুক্রবার বিকেলে নিজ এলাকার ফুটবল খেলা দেখতে যান তারিফুর রহমান। এ সময় নিজ দলের খেলোয়াড়দের ধমক দিয়ে সুন্দর করে খেলার জন্য বোঝাতে থাকেন। এ সময় প্রতিপক্ষের একজন খেলোয়াড় তাঁদের ধমক দেওয়া হচ্ছে মনে করে তারিফুর রহমানের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। পরে উপস্থিত সবাই বিষয়টি সমাধান করেন। কিন্তু খেলা শেষ হওয়ার পরপরই বিপক্ষ দলের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনকে উপর্যুপরি কোপাতে থাকেন।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে নগরীর নর্থ ইস্ট মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তারিফুর রহমান মারা যান। এ ঘটনায় খেলার ম্যাচ রেফারি একই এলাকার তছন আলীর ছেলে আবু সুফিয়ান (২৭), তাঁর ছোট ভাই জায়েদ আহমদ পারভেজ (১৭) ও একই এলাকার ফয়ছুল আলীর ছেলে শাহানুর আহমদ গুরুতর আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিএ/২০ ফেব্রুয়ারি