সিলেট৭১নিউজ ডেস্কঃঃ শরীয়তপুরের গোসাইরহাটে কলেজের এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরকারি সামছুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব তালুকদারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন।শনিবার (১৯ ফ্রেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের পরীক্ষার হলে এই ঘটনা ঘটে।
সরকারি সামছুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব তালুকদার, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাতুলসহ ছাত্রলীগের ৭ থেকে ৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন।অভিযোগ ও কলেজ সূত্রে জানা যায়, আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি ও বাংলা পরীক্ষা চলছিল। ওই কেন্দ্রে পার্শ্ববর্তী সরকারি সামছুর রহমান কলেজের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। দুপুর একটার সময় পরীক্ষা শুরু হয়। এর আধা ঘণ্টা পরে নিজ কলেজের ছাত্র-ছাত্রীদের নকলে সহযোগিতা ও অসাধু উপায় অবলম্বনের জন্য সরকারি সামসুর রহমান কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব তালুকদার, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম রাতুলসহ সাত-আটজন ছাত্রলীগের নেতারা পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করে। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন রহমান ছাত্রলীগের নেতাদের পরীক্ষার হলে ঢুকতে বাধা দেন। তারা ছাত্রলীগের পরিচয় দিলেও ওই শিক্ষিকা তাদেরকে ঢুকতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতারা শারমিন রহমানকে চড়-থাপ্পড় ও ধাক্কা মেরে লাঞ্ছিত করে। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষ মো. মকবুল হোসেন শাহকে অবগত করেন ওই শিক্ষিকাসহ পরীক্ষা কেন্দ্রের শিক্ষকরা। এর আগেও পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় অন্যান্য শিক্ষকদেরকেও হুমকি দেওয়ার অভিযোগ করেন শিক্ষিকরা। তারা এ বিষয়ে অধ্যক্ষকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান শিক্ষকরা। পরীক্ষার কেন্দ্রে পুলিশ দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিল।
শিক্ষিকা শারমিন রহমান মুঠোফোনে গনমাধ্যমকে বলেন, পরীক্ষা শুরু হওয়ার পরে ছাত্রলীগের নেতা মাহবুব তালুকদার, মাসুম বিল্লাহ এবং আতিকুর রহমান রাতুলের নেতৃত্বে ছাত্রলীগের বহিরাগত নেতা-কর্মীরা পরীক্ষার হলে ঢোকার চেষ্টা করে। আমি ঢুকতে বাধা দেয়ায় মাহবুব তালুকদার আমাকে চড়-থাপ্পড় ও ধাক্কা মারে। আমি এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দায়ের করেছি।কলেজ অধ্যক্ষ মকবুল হোসেন শাহ বলেন, আমি বিষয়টি জানার পরে বিকাল ৪টার দিকে বিষয়টি ইউএনওকে জানিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছি।গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।উপজেলা ছাত্রলীগের সভাপতি দেওয়ান আজমল হোসেন নয়ন বলেন, কারও ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন নেবে না। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে পারে। অভিযোগ প্রমাণিত হলে আমরা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দোষীদের বহিস্কার করব।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন বলেন, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মাহবুব তালুকদারকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষায় বাধা দেওয়ার অভিযোগে মাহবুব তালুকদারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিএ/২০ ফেব্রুয়ারি