জৈন্তাপুর প্রতিনিধি:; সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. ইমন আলী (২৫) এক যুবক আহত হয়েছেন। স্থানীয়দের দাবি- ওই যুবক বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলে খাসিয়ারা তার উপর গুলি করে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
আহত যুবক জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো. রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার জৈন্তাপুর উপজেলার ১২৮৬ নং পিলার হতে ভারতের অনুমান ৬০০ গজ অভ্যন্তরে হেওয়াই বস্তি নামক স্থানে ইমন আলী গুলিবিদ্ধ হন। গুলি খেয়ে আহত অবস্থায় তিনি বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এলাকাবাসী জানান, অতি সম্প্রতি ঘিলাতৈল, টিপরাখলা, ফুলবাড়ী, কমলাবাড়ী এবং গোয়াবাড়ী এলাকা দিয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা দিন কিংবা রাতে ভারতীয় গরু মহিষ বাংলাদেশে নিয়ে আসে। ভারতীয় খাসিয়াদের সুপারি বাগানের ক্ষতি হয়। যার ফলে খাসিয়ারা ক্ষিপ্ত হয়ে অনেক সময় তাদের ফসল রক্ষা করতে বাংলাদেশিদের উপর গুলি ছুঁড়ে।
এ বিষয়ে জানতে জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে তারা জানান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ বলেন, লোকমুখে শুনেছি- ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।
এবিএ/১৯ ফেব্রুয়ারী