ছাতক প্রতিনিধি;: সুনামগঞ্জের ছাতকে পুলিশ পরিচয়ে আসামির পরিবারের লোকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ-এর অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত হিম্মত আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি রাতে ছাতকের হাঁদাটিলা এলাকায় অভিযানে যায় একদল পুলিশ। এসময় পাথর বহন করে নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক্টরে ৮০ ফুট পাথরসহ দু’জনকে আটক করা হয়। এ ঘটনার পরদিন (১৩ ফেব্রুয়ারি) সকালে একটি মোবাইল ফোন থেকে ছাতক থানার পুলিশ পরিচয়ে আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চুক্তি করে বিকাশে মাধ্যমে ২০ হাজার টাকা দাবি করা হয়। (যার অডিও রেকর্ড প্রতিনিধির কাছে আছে।) আসামির পক্ষ প্রতারক চক্রের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানোর পর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া থেকে একজনকে আটক করা হলেও কাটছে না ধূম্রজাল। ওইদিন (১৩ ফেব্রুয়ারি) আসামির তথ্য এবং আসামির পরিবারের মোবাইল নাম্বার কীভাবে তার কাছে পৌঁছলো এবিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এনিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে ছাতক থানায় মামলা নং (০৯/১৮) দায়ের করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক তথ্য রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখন সবকিছু বলা যাচ্ছেনা। অন্যান্য আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত জানানো হবে।
আইআর/১৯ ফেব্রুয়ারি