বিশ্বনাথ প্রতিনিধিঃঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের সমের্মদান গ্রামে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্থানীয় জনতা আলী হোসেন (২৮) নামের এক ট্রান্সফরমার চোরকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছেন।
সে সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের কালা মিয়ার পুত্র।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আলী হোসেনকে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে থানা পুলিশ। এলাকাবাসী জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাতে সমের্মদান গ্রাম থেকে প্রায় ৩ লক্ষ ২৮ হাজার ৪ শত সত্তর টাকা মূল্যের ৩টি ট্রান্সফরমার চুরি হয়। এঘটনায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থেকে থানা পুলিশের পাশাপাশি চুরি প্রতিরোধে নজরদারি বাড়ায় গ্রামবাসী। বৃহস্পতিবার রাত আড়াইটায় গ্রামে সন্দেহজনক ঘুরাফেরা করতে দেখা যায় আলী হোসেনকে। এক পর্যায়ে গ্রামবাসী তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে, সন্তোষজনক কোন জবাব দিতে পারেনি সে। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসে ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এস আই জাকির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আলী হোসেনকে ট্রান্সফরমার চুরির মামলায় শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএ/১৯ ফেব্রুয়ারি