বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে উপজেলার ক্রীড়া ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র প্রথম আসরের ফাইনাল খেলায় ট্র্রাইব্রেকারে মিতালী যুব সংঘ (পূর্ব বিশ্বনাথ) ৫-৪ গোলের ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাব (চান্দশীরকাপন)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মিতালী যুব সংঘের গোলরক্ষক সামছুল ইসলাম।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের রাজনগর গ্রামের মাঠে (ফাইনালের পূর্বে বিশ্বনাথেরগাঁও গ্রামের মাঠ) প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা ব্যবস্থাপনায় টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে লক্ষ টাকা ও রানার্সআপ দলকে অর্ধ লক্ষ টাকা নগদ তুলে দেন অতিথিরা।
ফাইনাল খেলা উপভোগ করতে ফুটবল মাঠে দর্শকদের তিল ধারনের ঠাই ছিল না। খেলায় উভয় পক্ষে দেশী-বিদেশী খেলোয়াড়ের ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন দর্শকেরা। খেলার দুই অর্ধ গোল শূন্য থাকায় ট্রাইব্রেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়।
বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেমের পরিচালনায় ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন- উপজেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, টুর্নামেন্টের অর্থ দাতা ও যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না, শেখ খলিল মিয়া।
ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য রফিক হাসান, ফজর আলী, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ মিয়া, শেখ নেছার আহমদ, মঈন উদ্দিন, হেলাল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আশিক আলী, কামাল মুন্না, নবীন সুহেল, মিছবাহ উদ্দিন, আব্দুস সালাম, ক্রীড়া সংগঠক শেখ আজাদ, সোলেমান খান বাবুল, নিজাম উদ্দিন, সায়েফ আহমদ সায়েক, জসিম উদ্দিন জুনেদ প্রমুখ।
খেলার শৃঙ্খলা ও সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়া, সহ সভাপতি বাবরুছ মিয়া, ক্রীড়া সংগঠক কয়েছ শিকদার, সাইম উদ্দিন, সালমান রাব্বানী, ফাহাদ আহমদ, ছাব্বির আহমদসহ উপজেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) একই মাঠে প্রবাসীদের অর্থায়নে এবং উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে বিএফসি (বিশ্বনাথ) বনাম হবিগঞ্জ ফুটবল দল (হবিগঞ্জ) পরস্পরের মোকাবিলা করবে।
ফাইনাল খেলায় দেশী-বিদেশী ফুটবলাররা ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করবেন। ফাইনাল খেলা উপভোগ করার জন্য সকল ক্রীড়ামোধিদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।
এবিএ/১৮ ফেব্রুয়ারী