গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, কার্যকরী সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুবিন আহমদ জায়াগীরদার, রফিক আহমদ মাখন, জিল্লুর রহমান, আবুল ফজল চৌধুরী সাহেদ, রোকন উদ্দিন, জহির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল বশর ছদরুল উলা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, দেলোয়ার হোসেন চুন্নু, আকবর আলী ফখর, সাংগঠনিক খায়রুল হক, ত্রাণ ও দূর্যোগ সম্পাদক সাহাব উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজল কান্তি দাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীম উদ্দিন বাবলু, ধর্ম সম্পাদক আবুল লেইস, শ্রম সম্পাদক আব্দুল মান্নান কয়েছ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, সহ প্রচার সম্পাদক মনছুর চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য বেলাল আহমদ, কনর মিয়া, কার্যকরী কমিটির সদস্য আতাউর রহমান, আবুল কাশেম সেবুল, আব্দুল মালিক জানু, ফরিদ উদ্দিন ইরান, তমিজ উদ্দিন, মহসিন মজনু, নুরুল ইসলাম,আব্দুস সামাদ, খায়রুল ইসলাম জাহাঙ্গীর, জয়নাল আবেদিন, মোহাম্মদ সেলিম উদ্দিন, রুহেল আহমদ রিপন, ইসমাইল হোসেন সিরাজ, কামাল উদ্দিন, আজমল হোসেন মনি।
সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ জিলু, সাধারণ সম্পাদক ইসমাইল আলী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি স্যায়িদ আহমদ সুহেদ, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মশাইদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, লক্ষ্মীপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হেলাল আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফুর রহমান লুতি, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহেল আহমদ, ঢাকাদক্ষিণ ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বুধবারি বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফতার হোসেন, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরান হোসেন।
সভায় প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর স্মরণে সর্বসম্মতক্রমে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। তাছাড়া ইকবাল আহমদ চৌধুরীর স্মরণে শোকসভা আয়োজন, যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপন, সংগঠনের কার্যক্রম বেগবান করতে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আয়োজনসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এবিএ/১৮ ফেব্রুয়ারী