হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন পণ্যসামগ্রি তুলে দেয়া হয়।
পণ্য সামগ্রির মধ্যে রয়েছে- লেপ, তুষক, বালিশ, হাড়ি-পাতিল ও খাদ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য সামগ্রি।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অসীম চৌধুরীসহ এলাকার ময়-মুরব্বিয়ান।
এর আগে- গত ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের গার্নিং পার্ক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ১০টি বাসাবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় কয়েক কোটি টাকার। এ অগ্নিকান্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে রাস্তায় বসে যান ১০টি পরিবার। গত দুইদিন তারা অনৌর বাসায় ও খোলা আকাশের নিচে বসবাস করছেন।
অন্যদিকে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে দুই লাখ টাকা অনুদান দেয়ার ঘোষনা দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
এবিএ/১৭ ফেব্রুয়ারী