সিলেট৭১ ডেস্ক:; সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সম্মানীত সভাপতি এডভোকেট মো. সামছুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদকদ্বয় এডভোকেট বিজিত লাল তালুকদার ও এডভোকেট শাবানা ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বাজেট সাধারণ শুরু হয়।
সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সমাজ বিষয়ক সম্পাদক মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ) এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী।
সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২২ সালের ৬ কোটি ১০ লক্ষ ৬৩ হাজার ৭২ টাকার বাজেট উপস্থাপন করেন।
উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন- সমিতির সহ সভাপতি-১ এডভোকেট মোঃ এখলাছুর রহমান, সহ সভাপতি-২ এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ হুছাইনুর রহমান (লায়েছ), লাইব্রেরী সম্পাদক এডভোকেট এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজীব), প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আক্তার উদ্দীন আহমদ, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া ও এডভোকেট মোঃ আব্দুল মুকিত, সহ-সম্পাদক এডভোকেট আরিফ আহমদ, এডভোকেট গোলজার হোসেন খোকন ও এডভোকেট মোঃ সাদিদুর রহমান (রিপন), কার্যনির্বাহী কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট আব্দুল গফফার, এডভোকেট মোঃ আখতার হোসেন খান, এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), এডভোকেট মোঃ রাজ উদ্দিন, এডভোকেট মোঃ আব্দুল ওদুদ, এডভোকেট মোঃ আনোয়ার হোসেন, এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট মোঃ এমদাদুল হক ও এডভোকেট আবু মোহাম্মদ আসাদ এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক উপস্থাপিত বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনার জন্য সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দকে আহবান জানালে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কাজী আশরাফ উদ্দিন এডভোকেট, হোসেন আহমদ এডভোকেট, অশোক পুরকায়স্থ এডভোকেট, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ) মোঃ আব্দুল কুদ্দুছ এডভোকেট, সিনিয়র সদস্য শামছুজ্জামান জামান এডভোকেট, হাবিবুর রহমান হাবিব এডভোকেট, বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, মোঃ আনোয়ার হোসেন এডভোকেট, মুজিবুর রহমান মুজিব এডভোকেট ও জোবায়ের বখ্ত জোবের এডভোকেট প্রমুখ।
এবিএ/১৭ ফেব্রুয়ারী