সিলেট৭১ ডেস্ক:; পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি ও শুভ পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। এ পাদুকা উৎসব সরকারের নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪.৩১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঙ্গলঘট স্থাপন, বিকেল ৪.৫১ মিনিটে শ্রীমদ্ভাগবদ গীতা পরায়ণ, পরিবেশনায়- গীতা সংঘ, করেরপাড়া, সিলেট; সন্ধ্যা ৭.০১ মিনিটে বিশেষ প্রার্থনা, রাত ৮.০১ মিনিটে ধর্মসভা, রাত ৯.০১ মিনিটে শুভ অধিবাস।
২৫ ফেব্রুয়ারি শুক্রবার ভোর ৬.০১ মিনিটে ঊষাকীর্ত্তন, সকাল ৭.০১ মিনিটে পূজা-অর্চ্চনা আরম্ভ, ৮.০১ মিনিটে অঞ্জলি প্রদান, ৯.০১ মিনিটে বাল্যভোগ নিবেদন, ১০.০১ মিনিটে বাল্যভোগ প্রসাদ বিতরণ, ১১.০১ মিনিটে বিশ্ব শান্তিকল্পে সমবেত মৌনধ্যান, বেলা ১২.০১ মিনিটে পদাবলী কীর্ত্তন, ১.৩১ মিনিটে রাজভোগ নিবেদন, ২.০১ মিনিটে রাজভোগ প্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬.০১ মিনিটে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, ৭.০১ মিনিটে আরতি কীর্ত্তন ও বিশেষ প্রার্থনাসভা, রাত ৮.০১ মিনিটে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।
পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দির প্রতিষ্ঠার এক যুগ পূর্তি ও শুভ পাদুকা উৎসবে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন এষ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোজ দত্ত মুন্না, শুভ পাদুকা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক রজত চক্রবর্তী, সদস্য সচিব প্রণব চন্দ পাপ্পু ও কোষাধ্যক্ষ প্রিন্স সেন বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এবিএ/১৭ ফেব্রুয়ারী