দিরাই প্রতিনিধি;: প্রখ্যাত পার্লামেন্টারিয়ান, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সমাজসেবী সংগঠন গ্রো ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান সুরঞ্জিত পুত্র সৌমেন সেনগুপ্তের অর্থায়নে দুই উপজেলার ৮জন শারিরীক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১টায় শাল্লা উপজেলার শাসখাই বাজারে প্রতিবন্ধী চাকুয়া গ্রামের তনয় সুত্রধর, শাসখাই গ্রামের কালিচরন দাস, রথীন্দ্র দাস, সাউধেরশ্রী গ্রামের শান্ত দাসের হাতে হুইলচেয়ার তুলে দেন ফাউন্ডেশনের সমন্বয়ক শেখ মো. মোস্তাজিবুল আনাস।
উপস্থিত ছিলেন দিলীপ দত্ত, রাজিব রাজু, যতীন্দ্র দাস, কৃষ্ণপদ চৌধুরী, হরিপদ চৌধুরী, মুছা মিয়া।
এর আগে দিরাই উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হুইলচেয়ার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ উদ দৌলা, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, সংস্কৃতি কর্মী জয়ন্ত কুমার দাস, অরন্য কিরন প্রমুখ।
সত্তরোর্ধ প্রতিবন্ধী শাসখাই গ্রামের কালিচরন জানান, পেশায় একজন গৃহশিক্ষক ছিলেন। ২০০৪ সালের একটি দুর্ঘটনায় পা হারান তিনি। পা হারানোর পর থেকে শিক্ষকতা পেশা বন্ধ হয়ে যায়। অচল অবস্থায় ঘরে বসেই দিন পার করতে হয়েছে। হুইলচেয়ার পেয়ে আনন্দিত জানিয়ে তিনি গ্রো ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
আইআর/১৭ ফেব্রুয়ারি