দিরাই প্রতিনিধি;: সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন খামারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দিরাই বিএডিসি মাঠে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল দিরাই এর আয়োজনে ও প্রাণিসম্পদ, ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রদর্শনী উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার মো. শরীফুল আলম, প্রাণী সম্পদ অফিসার বাবরা হেমলিন প্রমুখ।
উক্ত প্রদর্শনীতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়েছিল। প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারিদের স্টল পরিদর্শনের মাধ্যমে যাচাই-বাছাই করে খামারিদের পুরস্কৃত করা হয়েছে।
আইআর/১৭ ফেব্রুয়ারি