ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;: সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমাদের সন্তানরা যাতে আনন্দদায়ক পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য সরকার সব ধরণের প্রদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার মানোন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব বলেন, সরকারের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। এখানে কোন ধরণের গাফিলতি সহ্য করা হবে না। সরকারের উন্নয়ন কাজে কেউ বাঁধার সৃষ্টি করলে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা লুদু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অপিসার শফিক মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারি প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, উত্তর কুশিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রিজু, খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শামিমা আক্তার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম হেলন, ইউনিয়ন যুবলীগের সভাপতি জুনেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেকুল ইসলাম শান্ত, সাধারণ সম্পাদক মো রুবেল আহমদ, ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি জায়দুল ইসলাম।
আইআর/১৭ ফেব্রুয়ারি