জুড়ী প্রতিনিধি:: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দিনব্যাপী ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প’ (এলডিডিপি)-এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) জুড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে ‘প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’ কর্তৃক আয়োজিত প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমদ চৌধুরী, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন কান্তি সূত্রধর, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিন আহমদ চৌধুরী বলেন, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় বিভিন্ন জাতের গবাদী পশু, পাখির ৩০টি স্টল দেওয়া হয়। তিনটি ক্যাটাগরিতে খামারিদের মধ্য থেকে দশ জনকে চেকের মাধ্যমে ত্রিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।
এবিএ/১৬ ফেব্রুয়ারী