সিলেট৭১নিউজ ডেস্ক;: লক্ষ্মীপুর যাত্রী সেজে কৌশলে কিশোর ইয়াছিনের চুরি করে নিয়ে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে র্যাব। এ সময় আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন।
এর আগে ভোরে নোয়াখালীর বিনোদপুর ইউনিয়নের কাদির হানিফ এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রোবেল (৩০), মো. নিজাম (২৪), মো. হেলাল (৪৫), শাহ মো. মঞ্জুরুল করিম নাঈম (৩১) ও মো. আব্দুল জলিল (৫২)।
র্যাবের কোম্পানি কমান্ডার মো. শামীম হোসেন জানান, ৬ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ এলাকার ইয়াছিনের অটোরিকশাটি যাত্রী সেজে চুরি করে নিয়ে যায় আসামিরা। পরে সেই অটোরিকশা নোয়াখালীর মাইজদী এলাকার নাঈম ও জলিল নামে দুই ব্যাক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে তারা। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার এবং ইয়াছিনের অভিযোগের ভিত্তিতে র্যাব-১১ অভিযান শুরু করে। পরে অটোরিকশাটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আইআর/১৬ ফেব্রুয়ারি