দোয়ারাবাজার প্রতিনিধি;: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা-২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ফেব্রুয়ারি) সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা প্রাণীসম্পদ অফিস সংলগ্ন মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কাহির’র পরিচালনায় ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ’র সভাপতিত্বে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিক মিয়া প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, ‘সরকার প্রাণীসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, খাদ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি বাড়িতে বাড়িতে গৃহপালিত পশুপাখি পালন করতে হবে।’ পরে প্রাণীসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় উপজেলার বিভিন্ন এলাকার খামারীকে পুরষ্কৃত করা হয়।
আইআর/১৬ ফেব্রুয়ারি