সিলেট৭১ ডেস্ক:; জাতি হিসেবে কে কতটা উন্নত তার মাপকাঠি হলো শিক্ষা। শিক্ষা জাতির মেরুদন্ড গড়ে দেয়। আবার শিক্ষাহীন জাতি ক্রমশই বিলুপ্তির দিকে অগ্রসর হয়। সমাজকে আলোকিত করার জন্য এবং দেশকে উন্নত বিশ্বের সূচকে রূপান্তর করার জন্য মেধাবীদের অগ্রসর হওয়ার বিকল্প নেই। এই প্রজন্মকে জ্ঞান- গরিমায় এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই জীবনের প্রতিটি মুহুর্তকে মূল্যায়ন করতে হবে। তবেই কেবল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবধর্না অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ এম.এম রহমান বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান।
মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের রেক্টর শামসুর রহমান ও সিলেট কমার্স কলেজের প্রিন্সিপাল মো. হারুন মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ছাত্র উপদেষ্টা এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান লিয়াকত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, সিলেট কমার্স কলেজের সহকারি অধ্যাপক শাহিনা খানম।
কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন লিমন আহমদ চৌধুরী, শেখ সাদিয়া খানম, আবদান মিয়া, ফাহমিদুজ্জামান, শেখ ফারিহা ও প্রত্যয় দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান বলেন, শিক্ষার মানোন্নয়ে আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। মুহিবুর রহমান ফাউন্ডেশন প্রতি বছর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার বহন করছে। আর্থিক অস্বচ্ছলতার জন্য কোনো মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না যায়, সেদিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকে।
উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস এর সাথে ৪০টি এ প্লাস সহ শতভাগ ফলাফল অর্জন করেছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ। মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে ভর্তি শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০টি এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ছিলো। সেখান থেকে ৪০টি এ প্লাসসহ অভূতপূর্ব ফলাফল অর্জন করায় সবার প্রশংসা কুড়াচ্ছে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ।
এবিএ/১৪ ফেব্রুয়ারী