সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেঞ্চুগঞ্জের জন্য আন্তরিক। বর্তমান সরকারের আমলে শাহজালাল সারকারখানাসহ ফেঞ্চুগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। শাহজালাল সরকারখানার পাশে ৭৯২ কোটি টাকা ব্যয়ে আরেকটি সরকারখানা স্থাপনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।
উন্নয়নের লক্ষ্যে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আগামীতে আরো উন্নয়ন সাধিত হবে। তিনি উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এমপি হাবিবুর রহমান হাবিব শনিবার বিকালে ৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জের চানপুর থেকে বালাগঞ্জ পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পংকী মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও আওয়ামী লীগ নেতা রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী।
বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা লোদু মিয়া, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলকু মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, নাছির উদ্দিন রিজু, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ, ছাত্রলীগ নেতা রেজান আহমদ শাহ।
উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম কিবরিয়া, প্রচার সম্পাদক এনাম আহমদ, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমন, আমেরিকা প্রবাসী হোসেন আহমদ, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, শাহ আলম শাহজাহান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, সোহেল আহমদ হেলাল মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, আব্দুল মনাফ মেম্বার, হেলাল আহমদ মেম্বার, সাথী রাণী দাশ মেম্বার, নুরজাহান বেগম মেম্বার, আরতি রাণী মেম্বার, রুহুল আমীন, কর্নেল মিয়া, হেনু মিয়া, শাহেদ মিয়া, নজরুল ইসলাম, শাবুল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেকুল ইসলাম শান্ত প্রমুখ।
এর আগে এমপি হাবিবুর রহমান হাবিব ঘিলাছড়া ইউনিয়নের আশিঘরে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সন্ধ্যায় ইলাশপুরে উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নির্মাণের স্থান পরিদর্শন করেন।
আইআর/১৩ ফেব্রুয়ারি