নবীগঞ্জ প্রতিনিধিঃঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তিমিরপুর বাজারে মুদি ব্যবসায়ী করছু মিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে ফেনসিডিল দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠেছে। আর এই অভিযোগের প্রতিবাদে নবীগঞ্জ শহরে বিশাল মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নতুন বাজার মোড়ে পূর্ব তিমিরপুর বাজার ব্যবসায়ী ও এলাকার সচেতন মহল কর্তৃক আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত সাবেক কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন ও সঞ্চালনায় ছিলেন নবীগঞ্জের বিশিষ্ট সাংবাদিক এম.মুজিবুর রহমান।এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যে সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সভাপতি মুরাদ আহমদ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক (অব.) শিক্ষক মো. ছাদিকুল ইসলাম, সাংবাদিক মো. অলিউর রহমান অলি, অঞ্জন পুরকায়স্থ, যুক্তরাস্ট্র প্রবাসী মো. হিফজুর রহমান, নবীগঞ্জ পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল তালুকদার, মুরুব্বি আব্দুল খালেক, আবুল কালাম ছালেক, আশরাফুল আলম মঈন উদ্দিন, মো. সুমন মিয়া।
মানববন্ধনে বক্তারা এই নিরপরাধ মুদি ব্যবসায়ী নিকট কতিপয় ষড়যন্ত্রকারী বাকিতে দোকানের পন্য নেওয়ার পাঁয়তারায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল বুনে ওই দিন কিছু সময়ের জন্য দোকানের বাইরে থাকায় তার শিশু পুত্রের অগোচরে সুকৌশলে এক বোতল ফেনসিডিল রেখে যায়। এর কিছুক্ষণ পরে করছু মিয়া দোকানে আসামাত্রই ডিবি পুলিশ উপস্থিত হয়ে ষড়যন্ত্রকারীদের রাখা এক বোতল ফেনসিডিল উদ্ধার করে মুদি ব্যবসায়ী করছু মিয়াকে আটক করে নিয়ে যায়।এ ব্যাপারে বক্তারা বলেন ডিবির সোর্স নামধারী ষড়যন্ত্রকারীরাই করছু মিয়াকে ফাঁসিয়েছে। তাই ওই ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে মাদকচক্রের মূল অপরাধী বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। তাই পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন দপ্তরের আইনশৃঙ্খলা বাহিনী যাতে করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে এর সঠিক বিচারের দাবি জানান বক্তারা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি মো. তোফাজ্জল হোসেন, দৈনিক প্রভাকর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি কাজল সরকার, জেলা বাংলা টিভির প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, প্রভাকর পত্রিকার বার্তা সম্পাদক এস.এম.আমির হামজা, আর.টিভি প্রতিনিধি রুবেল চৌধুরী, মুহিবুর রহমান, এটি.এম জাকিরুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, পল্লী চিকিৎসক ফজলুল হক, মো. রাসেল মিয়া, ব্যবসায়ী আঃ কাদির, কামাল উদ্দিন, সাহাব উদ্দিন, মো. রেজাউল করিম, শামীম আহমদ, মোঃ সেলিম উদ্দিন, মামুন মিয়া, আ. মোছাব্বির, নিবাস সূত্রধর, লিপ্টু সূত্রধর, রিংকু সূত্রধর, লিপ্টু সূত্রধর, বিজয় বৈদ্য, ফারছু মিয়া, অলিউর রহমান, মো. উসমান মিয়া, মহসিন তালুকদার, রাশেদ চৌধুরী, পান্ডব দাশ প্রমুখ।
বিএ/১৩ ফেব্রুয়ারি