সিলেট৭১ ডেস্ক:: পৃথিবীতে যত রকম ভালো লাগার অনুভূতি আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর অনুভূতির নাম হলো ভালোবাসা। ভালোবাসা এমন এক অনুভূতি যাকে বণর্না করার জন্য কোন বর্ণ বা ভাষার প্রয়োজন হয় না। হৃদয়কে পরিপূর্ণ, বিশুদ্ধ এবং অনন্য এক সুখে ভরে দিতে হঠাৎই আলোকচ্ছটা ছড়িয়ে জীবনে যখন কারো আগমন ঘটে, তখনই কেবল ভালোবাসার অনুভূতি বোঝা যায়। আর এই অব্যক্ত অনুভূতি প্রকাশের জন্য অনেককেই দিতে হয়েছে মহামূল্য জীবন! তাদের এই ত্যাগকে মহিমান্বিত করতেই প্রতি বছর নিদিষ্ট একটি দিনে পালন করা হয় ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস।
বিশ্ব ভালবাসা দিবসে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২২ প্রকাশিত হচ্ছে আবৃত্তিশিল্পী এবং সংগঠক সুকান্ত’র দশম একক আবৃত্তি অ্যালবাম “তুমি আছো, আমি আছি”। সুকান্ত গুপ্ত বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সদস্য সচিব এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তিশিল্পী।
আবৃত্তিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে সুকান্ত কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবেও নিয়োজিত আছেন তিনি। মনফড়িং প্রোডাকশন এর প্রযোজনায় তার এই আবৃত্তি অ্যালবামটিতে ঠাঁই পেয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশসহ সমসাময়িক কবির কবিতা।
অ্যালবামটিতে আবহসংগীত করেছেন আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈম। বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রকাশিত আবৃত্তি অ্যালবামটি ইউটিউব, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে পাওয়া যাবে।
এবিএ/১২ ফেব্রুয়ারী-০৮