সিলেট৭১ ডেস্ক:; অধ্যাপক ও কবি নৃপেন্দ্র লাল রায় বলেছেন, ‘অন্ধকার সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হলে বেশি বেশি সাহিত্যচর্চা জরুরি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ বেশি করে অধ্যয়ন করতে হবে। সাহিত্য মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়, জীবনকে বিকশিত করে। যে দেশ শিল্প-সাহিত্যে উন্নত সে দেশ উন্নতির চরম শিখরে আরোহন করে।’ তিনি বলেন, সাহিত্যচর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব।’
তিনি গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর কনফারেন্স হলে হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কবি নৃপেন্দ্র লাল রায় আরও বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশের মানুষের শুভ চেতনাকে জাগিয়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি শিক্ষক হিমাংশু রায় হিমেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি ও শিক্ষক মুহিবুর রহমান কিরণ, এপিপি আলাউদ্দিন, শিক্ষাবিদ বিমলেন্দু পাল, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, নিজাম উদ্দিন, লেখক অমিতা বর্দ্ধন, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, কবি ও লেখক বিনয় ভূষণ তালুকদার, দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক সজল ঘোষ, লেখক নিরঞ্জন চন্দ, পাপড়ি রানি রায়, মাশুক মিয়া, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী প্রমুখ।
সমস্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন লেখিকা শ্রাবণী দাস বিথী ও শাপলা শালুক।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি শুক্রবার হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের কমিটি গঠন করা হয়। হিমাংশু রায় হিমেলকে সভাপতি ও তপন চন্দ্র পালকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এবিএ/১২ ফেব্রুয়ারী-০৫