সিলেট৭১ ডেস্ক:; সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার এক বিশেষ বর্ধিত সভা শুক্রবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। সংগঠনের আনন্দ টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে জেলা সদস্য রসময় ভট্টাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতেই সদ্য প্রয়াত দেশের প্রতিথযশা সাংবাদিক পীর হাবিবুর রহমান এর মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সন্দিপন শুভ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করণের লক্ষে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি পূনর্গঠন করা হয়।
পূনর্গঠিত জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক জান্নাত আরা খান পান্না কে আহবায়ক এবং সন্দীপন শুভকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উদয়ন পুরকায়স্থ,ফজলুল হক,এনামুল মুনীর,রসময় ভট্টাচার্য,হিমাংশু মিত্র,তাহমিনা বেগম ও অজয় বৈদ্য অন্তর।
সভায় সর্বসম্মতিক্রমে ২১ শে ফেব্রুয়ারি সকাল ৯ টায় মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে পুস্পস্তবক অর্পন এবং একই দিন পুস্পস্তবক অর্পণ শেষে তেল,গ্যাস, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় মুখপাত্র দেবব্রত রায় দিপন, সদস্য এনামুল মুনীর,জান্নাত আরা খান পান্না,হিমাংশু মিত্র, সন্দীপন শুভ, অজয় বৈদ্য অন্তর, তাহমিনা বেগম,সেন্টু রঞ্জন কর প্রমুখ।
এবিএ/১২ ফেব্রুয়ারী-০৪