নিজস্ব প্রতিবেদক:: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরীর বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১২ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি ইনকামিং ডিএস এবং বাস সেকশনালাইজার-এর জরুরি মেরামত ও সংরক্ষণ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবাে, সিলেট কর্তৃক অত্র দপ্তরের বিভিন্ন ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধােপাদিঘীরপাড়, সােবহানীঘাট, বিশ্বরােড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্রি, মাছিমপুর, ছড়ারপার, সােনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সালাটিকর ও ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ফিডারসমূহ ও আশপাশ এলাকা, টিবি হাসপাতাল, মিতালিটিলা, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড়, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ফিডারসমূহসহ আশপাশ এলাকাসমূহে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ওই দুই দিন গ্রাহকদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। এ জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।
এবিএ/১০ ফেব্রুয়ারী-৩০