নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ডিবি পুলিশ পরিচয় দানকারী এক প্রতারককে ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. শামীম মোল্লা (৪৫) নামের ওই ব্যক্তি সিলেটের জকিগঞ্জ উপজেলার নরসিংপুর গ্রামের মৃত গনি মোল্লার ছেলে। তিনি টিলাগড় চামেলীবাগ এলাকার মো. হুরমত মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শামীমকে ইসলামপুর মেজরটিলার ‘এ অ্যান্ড এ এ্যাসোসিয়েটস পেট্রোলপাম্প’র সামনে থেকে গ্রেফতার করে র্যাবের একটি টিম। এসময় তার কাছ থেকে ওয়াকিটকি সেট১টি, ন্যাশনাল ক্যাডেট কোর পরিচয়পত্র ১টি, বাংলাদেশ ব্যাংকের কার্ড ১টি, ইষ্ট্রার্ন ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, প্রাইম ব্যাংক-এর এটিএম কার্ড ১টি, স্বর্ণের কয়েন ১টি, স্বর্ণের নাকফুল ১টি, চাবি ১৬টি, ছুরি ৩টি ও রুপার লকেট ১টি জব্দ করে র্যাব।
শামীম ওয়াকিটকি সেট হাতে নিয়ে ও আইডি কার্ড প্রর্দশন করে নিজেকে পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা পরিচয় বিভিন্নজনকে ভয় দেখিয়ে অর্থসহ বিভিন্ন জিনিস আত্মসাত করতো। দীর্ঘদিন ধরেই তিনি সিলেটের বিভিন্ন স্থানে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন।
গ্রেফতারের পর শামীমকে শাহপরাণ থানায় হস্তান্তর করে র্যাব।
এবিএ/১০ ফেব্রুয়ারী-১৮