সিলেট৭১ ডেস্ক:; বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জের শীর্ষ ছিনতাইকারী ও সন্ত্রসীরা অটোরিক্সা (সিএনজি) ড্রাইভার মোঃ চেরাগ আলী’র উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট সদর উপজেলার এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিক নেতা নাজির আহমদ।
মোঃ সোহরাব আলী’র পরিচালনায় মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সিলেট জেলার শাখার সদস্য সচিব ডাঃ জে এ তোফায়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সদস্য সচিব রুহুল আমিন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম প্রমুখ। এছাড়াও মনববন্ধনে সাবেক মেম্বার রফিকুল ইসলাম, জয়নুদ্দিন সহ সদর উপজেলার অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা শ্রমিকনেতা চেরাগ আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, শান্তিপ্রিয় অটোরিক্সা ড্রাইভারের উপর যেভাবে সন্ত্রাসীরা হামলা করে প্রাণে মারার চেষ্টা করেছে এটা জঘন্যতম অপরাধ। অনতিবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি আহত চেরাগ আলীর ভাই মোঃ আরশ আলী বাদী হয়ে বিশ্বনাথ উপজেলার ময়িজপুর গ্রামের জয়ন্ত দাস, মন্টু দাস, সঞ্জিত পাল গংদের নাম উল্লেখ করে ৪/৫জনকে অজ্ঞাত দেখিয়ে আমলগ্রহণকারী আদালত নং-৩ বিশ্বনাথ, সিলেটে মামলা দায়ের করেছেন। মামলা নং- ৬৬।
এবিএ/১০ ফেব্রুয়ারী-১৭