সিলেট৭১ ডেস্ক:; জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মত ল্যাপারোস্কপিক প্লীহা অপারেশন সম্পন্ন হয়েছে, যার ওজন ছিল প্রায় ৩কেজি। গতকাল ৯ ফেব্রুয়ারি বুধবার হাসপাতালে অপারেশন সম্পন্ন করেন সিলেটের প্রখ্যাত ল্যাপারোস্কপিক সার্জন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. সায়েক আজিজ চৌধুরী ও তার ইউনিট। অপারেশনে এনেস্থেসিওলজিস্ট হিসেবে নিয়োজিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান ও সহকারী অধ্যাকপ ডা. সত্যজিৎ সিংহ। ল্যাপারোস্কপিক প্লীহা অপারেশন সফলতার সাথে সম্পন্নের ফলে এই হাসপাতাল সাফল্যে আরো এক ধাপ এগিয়ে গেল।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তুলনামূলকভাবে স্বল্প খরচে পিত্তথলি ও পিত্তনালীর পাথর, কিডনী ও মূত্রথলীর পাথর, এপেন্ডিক্স, সকল ধরণের হার্নিয়া, পাকস্থলী ও অন্ত্রের জটিল অপারেশন নিয়মিত ল্যাপারোস্কপিক অপারেশনের মাধ্যমে সম্পন্ন হয়।
উল্লেখ্য যে; জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি/ যন্ত্রপাতিতে সমৃদ্ধ ও প্রতিটি বিভাগেই রয়েছেন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। আরো রয়েছে স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণের অনন্য সুযোগ।
এবিএ/১০ ফেব্রুয়ারী-১৬