নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টের একটি ফ্যাশন হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় জিন্দাবাজার পয়েন্টস্থ ব্লু-মুন নামের ফ্যাশন হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে ব্লু-মুন নামের ফ্যাশন হাউজ বন্ধ করে চলে যান কর্তৃপক্ষ। পরে পথচারিরা দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরইমধ্যে আগুণের তীব্রতা বাড়তে থাকে। পরে দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দমকল বাহিনীর ফায়ার ফাইটার মো. আলামিন হোসেন রাত পৌনে ১টায় গনমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ১০ হাজার টাকা ক্ষতি হলেও ৯ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান এ ফায়ার ফাইটার।
বিএ/১০ ফেব্রুয়ারি