শ্রীমঙ্গল প্রতিবেদকঃঃ র্যাব-৯(সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্পের মৌলভীবাজারের একটি দল ইয়াবার বড় একটি চালান উদ্ধার করেছে।বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর হাইওয়ে এলাকার পাকা রাস্তার উপর থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৩পিস ইয়াবা উদ্ধার করেন র্যাব-৯-এর কর্মকর্তারা। র্যাব জানায়, অভিযানে ব্রাহ্মণবাড়ীয়ার মুন্সিবাড়ির কাদরাইল গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে স্বপন মিয়া (৩১), একই জেলার বিজয়নগর এলাকার মৃত চেরাগ আলীর ছেলে শামসু মিয়া (৫০)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ১ হাজার ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল সেট, ৩টি সিমকার্ড এবং নগদ ২২শ টাকা জব্দ করেন র্যাব-৯-এর সদস্যরা। গ্রেপ্তারকৃত দুজনের সাথে থাকা আরেক মাদক বিক্রেতা পালিয়ে যান।র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া স্বপন মিয়া ও শামসু মিয়া এবং পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা পলাতক আসামী একই জেলার লোকমান (৩০) ছিলেন বলে র্যাবকে জানিয়েছেন গ্রেপ্তার ২ আসামি।
মামলার পরবর্তী কার্যক্রমের স্বার্থে উদ্ধারকৃত আলামত, গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/৩৮/৪১ ধারা মূলে মামলা করার পাশাপাশি উদ্ধারকৃত মাদক ও অন্যান্য জিনিস হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএ/১০ ফেব্রুয়ারি