তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের একটি কেন্দ্রের ভোটের বাক্স উপজেলা সদরে নিয়ে যাওয়া কে কেন্দ্র করে পুলিশ-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছে ১জন।
সোমবার ৭ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও এলাকায় এই ঘটনাটি ঘটে।
এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় একাধিক সুত্রে জানাযায় ওই ইউনিয়নের লামাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল না দিয়ে পুলিশ ভোটের বাক্স নিয়ে উপজেলা সদরে যাওয়ার সময় স্থানীয় জনতা বাধা দিলে,পুলি-জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির বলেন পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে,ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে,পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
এবিএ/০৮ ফেব্রুয়ারী-১৩