সিলেট৭১নিউজ ডেস্ক:: ঢাকা- সিটি করপোরেশনের গাড়িতে দুর্ঘটনা বিষয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন ঘটনার পুনরাবৃত্তি চান না তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ময়লার গাড়ি চালকের কারণে সম্প্রতি যে সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেরকম যেন আর না হয়। সাবধান হয়ে যান।
মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে একনেক সভায় তিনি এ কথা বলেন। বৈঠক শেষে এনইসি বৈঠক অনুষ্ঠিত ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী সিটি করপোরেশনে নতুন আধুনিক যেসব যানবাহন কেনা হচ্ছে সেগুলোতেও দক্ষ চালক নেওয়া ও তাদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনাও দেন।
এছাড়া প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি লোকালয়ের বাইরে করতেও নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে বলেছেন শেখ হাসিনা।
সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। যা বাস্তবায়নে খরচ হবে সাড়ে ৩৭ হাজার কোটি টাকা। ১০৮ কোটি টাকা ব্যয়ে স্মার্ট কৃষিকার্ড সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর সুফল পাবেন ১ কোটি ৯ লাখ কৃষক। মিলবে কৃষি সেবাও।
সিলেট৭১নিউজ/টিআর