কেউ যদি
—মোঃ হাবিবুর রহমান শিফুল
কেউ যদি পাখি হয়ে উড়ে যায়
ভুলে যায়, তবে তার ইচ্ছে!
আকাশের পরিধিটা মেপে নিক
সীমানাটা কে’বা কতো দিচ্ছে!
ভুলে যাক যদি তার ইচ্ছে।
কেউ যদি নদী হয়ে বয়ে যায়
বয়ে যাক, যদি তার ইচ্ছে!
সমুদ্রের জলে ডুবে বুঝে নিক
ঝরনাটা কেনো এতো সচ্ছে!
ভুলে যায়, যাক’ তার ইচ্ছে।
কেউ যদি মেঘ হয়ে ভেসে যায়
ভেসে যাক, যদি তার ইচ্ছে!
দেখে নিক বাষ্পে পৃথ্বী কেন জল
আকাশটা কেনই-বা নিচ্ছে!
জমা থাক, যদি তার ইচ্ছে।
কেউ যদি ছায়া হয়ে মুছে যায়
মুছে যাক, যদি তার ইচ্ছে!
হৃদয়ের অনুভূতি ঘুচে যাক
কুরে কুরে যেমনটি খাচ্ছে!
মুছে যাক, যদি তার ইচ্ছে।
কেউ যদি ফুল হয়ে ঝরে যায়
ঝরে যাক,যদি তার ইচ্ছে!
বসন্ত কাঠগড়ায় শোনে নিক
ফাগুনের জমা যতো কিচ্ছে।
ঝরে যাক, যদি তার ইচ্ছে।
বিএ/৮ ফেব্রুয়ারি