নিজস্ব প্রতিবেদক :: কুলাউড়া উপজেলা পরিষদ এলাকায় নবনির্মিত জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৫শ’ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল এর উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ এগিয়ে যাচ্ছে। তারই প্রমাণ কুলাউড়ায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন অডিটোরিয়াম এর উদ্বোধন। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন।
জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান মান্নার পরিচালনায় অনুষ্ঠানে কুলাউড়াবাসীকে জেলা পরিষদের অর্থায়নে অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল উপহার দেয়ার জন্য অডিটোরিয়াম এর ভিত্তি প্রস্থর স্থাপনকারি মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-জেলা পরিষদের উপ-প্রকৌশলী সাইদুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটো, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক গৌরা দে, ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন, কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুছ ছালাম, পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী সোহেল, উপজেলা স্কাউট সম্পাদক সোহেল আহমদ, প্রধান শিক্ষিকা সামছুন নাহার, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব প্রমুখ। উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্ধে ৬ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শীততাপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণ করে উদ্বোধন করা হয়।
এবিএ/৭ ফেব্রুয়ারী-৪১