নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকায় মুক্তিযোদ্ধা সন্তানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, আব্দুর শামীম(২৭), পিতা-বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খান, সাং- পাহাড় বর্ষিজোড়া, ৭নং চাদনীঘাট ইউপি, থানা ও জেলা মৌলভীবাজার তিনি বাড়ী থেকে বের হয়ে মৌলভীবাজার শহরে যাওয়ার পথে গত ৬ফেব্রুয়ারি দুপুর দুটার সময় শিমুলতলা বাজারে আসছিল।
সেসময় পুর্ব শত্রুতার জের ধরে এলাকার মৃত হান্নান মিয়ার পুত্র মো: রফিক মিয়া(৩২) মো: বদরুল মিয়া (৩৫) ও এলাকার বাবু মিয়া(৩০) গংরা মিলে তাকে দেশীয় অশ্র দিয়ে একা পেয়ে প্রাণে হত্যার উদ্যেশ্যে নির্মম ভাবে নির্যাতন করে।
নির্যাতনের ফলে শামিম এর মাথা ফেটে গিয়ে মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়া ও ফুলা জখম হয় এবং সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে যায়।
স্থানীয় লোকজন ছুটে এসে শামিমকে উদ্বার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় রাতে মুক্তিযোদ্ধা সন্তান আব্দুর শামিম বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম খান এর স্ত্রী জানান, আমি সন্তানাদি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী লোক। আমার ছেলের উপর নির্মম হামলার বিচার চাই।
এবিএ/৭ ফেব্রুয়ারী-৩৮