সিলেট৭১ ডেস্ক:; জালালাবাদ গ্যাস টি এন্ড সিস্টেম বিনা কারণে বিনা নোটিশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ১৫ পরিবারের দূর্ভোগ সৃষ্টি হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সংযোগ পূনরায় সচল করার দাবীতে সিলেট নগরীর বালচুর ফোকাস ৩৬৫ নং বাড়ির সামনে উত্তর বালুচর এলাকাবাসীর উদোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. আবু মিয়া, নসু মিয়া, কাজল মিয়া, ফুলেরা বেগম, ফুল নেছা বেগম, জেয়াসমিন আক্তার, কবির মিয়া, ছগির মিয়া, রমজান আলী, তানজিনা আক্তার, কুলসুমা বেগম, সুজিনা বেগম, মাসুদা বেগম।
আসমা আক্তার, দিলোয়ার হোসেন, রাজিব আহমদ, কয়ছর মিয়া, তাজুল ইসলাম, সাদিয়া আক্তার, আফিয়া খাতুন, আম্বিয়া খাতুন, আলসুমা বেগম, নিরআশা বেগম, সাহিদা বেগম, ফজলুল হক, সুজন মিয়া, এমরান হোসেন, রিপন মিয়া সহ বিপুল সংখ্যাক লোকজন উপস্থিথ ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ করে জালালাবাদ গ্যাস টি এন্ড সিস্টেম বিনা কারণে বিনা নোটিশে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা ১৫টি পরিবার রান্না করতে দূর্ভোগ পোহাতে হচ্ছে।
দ্রুত গ্যাস সংযোগ সচল করার জন্য কর্তৃপক্ষের প্রতি মানববন্ধন থেকে জোর দাবী জানান। তা না হলে পরবর্তিতে আমরা সবাই বসে সিদ্ধান্তক্রমে বিভিন্ন কর্মসূচী দিতে বাধ্য হবো।
এবিএ/৭ ফেব্রুয়ারী-৩৭