সিলেট৭১নিউজ ডেস্ক: জন্মদিনে শুভাকাঙ্ক্ষী, তরুণ লেখক ও সাহিত্যপ্রেমীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন ইংরেজি ম্যাগাজিন “দি আর্থ অব অটোগ্রাফ” সম্পাদক, কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার প্রাপ্ত, ছাড়াকার আবদুল কাদির জীবন ।
শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৮ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলরুমে ‘দি আর্থ অব অটোগ্রাফ’ এর আয়োজনে উদীয়মান তরুণ লেখকের জন্মদিনে ফুল দিয়ে বরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি, সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি, বিশিষ্ট সংগঠক অধ্যাপক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট ডা. মাওলানা লোকমান হেকিম, কবি কামাল আহমদ, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক শাহ আলম চৌধুরী, মইনুদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক রাব্বী চৌধুরী, জসীম বুক হাউজের স্বত্বাধিকারী মো: জসীম উদ্দিন, লাল রিক্সা এক্সপ্রেসের চেয়ারম্যান কবি জালাল জয়, কবি অনিন্দ্য মোস্তাক, ছড়াকার ছাদির হোসাইন ছাদির, প্রাবন্ধিক সৈয়দ মোস্তাফিজ সৈয়দ প্রমুখ।
আবদুল কাদির জীবন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটি’ থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স (সম্মান) পাশাপাশি ইসলামি আরাবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে হাদীস বিভাগে কামিল (মাস্টার্স) সম্পন্ন করেন।
উল্লেখ্য : সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ থেকে ‘কেমুসাস তরুণ সাহিত্য পুরস্কার ২০২২’ ও
বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সামাজিক সংগঠন “সুবাস” থেকে ইংরেজি ম্যাগাজিন “দ্য আর্থ অব অটোগ্রাফ” সম্পাদনায় বিশেষ অবদানের জন্য “সুবাস পদক-২০২০’ অর্জন করেন আবদুল কাদির জীবন।
এবিএ/৬ ফেব্রুয়ারী