হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে প্রত্যাগত প্রবাসী নারীকর্মী এবং তাদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ৩৩ জন প্রত্যাগত নারীকর্মীকে জনপ্রতি ২০ হাজার টাকা করে এবং ২ জন মেধাবী শিক্ষার্থীকে ১৪ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং ওয়েজ আর্নার্স বোর্ডের পরিচালক শোয়াইব আহমাদ খান এই চেক তুলে দেন।
চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমূখ।
কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলায় আরও ৪০০ প্রত্যাগত নারীকর্মীকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এই সহায়তা প্রদান করা হবে।