হবিগঞ্জ প্রতিনিধি:: উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শনিবার ৫ ফেব্রুয়ারি হিন্দুসম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত করেছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় হবিগঞ্জের লাখাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন মণ্ডপে মন্ডপে শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা উদযাপিত হয়।
পাড়ায় পাড়ায় পূজামণ্ডপে ভক্তরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতে খড়ি’ দিয়ে ছোট শিশুদের বিদ্যাচর্চার সূচনা করে। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আয়োজন করা হয় আরতির ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত শুক্রবার মধ্যরাতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। শুক্রবার মধ্যরাতে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আনুষ্ঠানিকতা চলবে সারা রাত পর্যন্ত। লাখাই উপজেলা পুুজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রনেশ গোস্বামী বলেন আমরা সকল পূজামণ্ডপে বলে দিয়েছি স্বাস্থ্যবিধি মেনে পুুুুজা করতে ছাত্রদের উদ্যোগে অন্তত ১১০ টি মণ্ডপে বিদ্যাদেবীর পূজা হয়েছে। দিনে-রাতে, বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় শোভিত এসব মণ্ডপে দেখতে আসেন দর্শনার্থী।
লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ সহ বামৈ বিভিন্ন বাড়িতে লাখাই ১নং ইউনিয়নের শ্রীশ্রী হরি সংঘসহ বিভিন্ন স্থানে বিপুল উদ্দীপনায় প্রায় ৩২ টি পূজার আয়োজন করা হয়। মুড়াকুরি ইউনিয়নে প্রায় ২৫ টি পুজা করাব ও মুড়িয়াউক ইউনিয়ন প্রায় ২০ টি বুল্লা ইউনিয়নে ২৫ টি পুজা অর্চনার আয়োজন করে।