নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত এক যুবক মারা গেছেন। শনিবার দুপুরে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ আহমদ নামের ওই যুবক মারা যান।
গত ৩১ জানুয়ারি নির্বাচনের দিন ৬নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে তিনি আহত হয়েছিলেন। মারা যাওয়া মারুফ আহমদ ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছোয়াব আলীর ছেলে।জানা যায়, কামালবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সদস্য পদে মো. ছোয়াব আলী ফুটবল প্রতীকে ও আমির আলী তালা প্রতীকে সমান সংখ্যক ১১২ ভোট পান। ওইদিন সন্ধ্যার দিকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে তারা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে ছোয়াব আলীর ছেলে মারুফসহ ৫-৬ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় মারুফ আহমদকে প্রথমে নগরীর একটি হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। চারদিন চিকিৎসাধীন থেকে গতকাল শনিবার তিনি মারা যান।
মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার।
বিএ/৬ ফেব্রুয়ারি