আর্থিক প্রতারণা মামলার আসামি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে গত কয়েক মাস ধরেই আলোচনা রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ।
সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে এসেছে বলিউডের এই অভিনেত্রীর নামটি। তবে এবার ভক্তদের একটি সুখবর দিয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইতালিয়ান অভিনেতা মাইকেল মোরনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন জ্যাকলিন। ‘মুড় মুড় কে’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে তাদের।
‘মুড় মুড় কে’ গানটিতে কণ্ঠ দেবেন ভাই-বোন জুটি নেহা কাক্কার ও টনি কাক্কার। গানটি প্রকাশ পাবে দেশি মিউজিক ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে।
Breaking The Hot News: First look of my upcoming Music Video with the international sensation #MicheleMorrone
Welcome to the Indian music scene!
It’s gettin’ hot in Here! 🔥@r_g_works’s latest song #MudMudKe Teaser out on the 8th of February. Stay tuned 🎧 pic.twitter.com/1RgsK2yqzI — Jacqueline Fernandez (@Asli_Jacqueline) February 4, 2022
নতুন এই গানটি প্রসঙ্গে দেশি মিউজিক ফ্যাক্টরির সিইও আনশূল গার্গ বলেন, “ইতালিয়ান তারকা মাইকেল মোরনের সঙ্গে এটি আমাদের প্রথম কাজ হতে যাচ্ছে। জ্যাকলিনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন তিনি। আমার মতে, এটি ২০২২ সালের সবচেয়ে বড় ঘোষণা।
সিলেট৭১নিউজ /টিআর