সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ রাজনীতির নামে অপরাজনীতি হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্কিম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘একটি গোষ্ঠী ভোটের মাঠে না থেকে, দেশে ভোট হতে দেব না বলে ধমক দেয়। আসুন, আলোচনা করুন, নির্বাচনে বসুন। ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। জনগণ বুঝে গেছে উন্নয়ন কাকে বলে।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এ ছাড়া অবহেলিত এলাকায় উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছুতে উন্নয়ন হচ্ছে। আর এসব উন্নয়নে বাধাগ্রস্ত করলে এবং রাজনীতির নামে অপরাজনীতি করতে চাইলে তাদের আমরা প্রতিহত করব।হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন সুনামগঞ্জ-নেত্রকোনা উড়াল সেতু। আমরা নয়, এটা পুরো হাওরবাসী নাম দিয়েছে শেখ হাসিনা উড়াল সেতু। আমরা এ উড়াল সেতুর নাম দেব শেখ হাসিনা উড়াল সেতু।এই উড়াল সেতু বাস্তবায়নে বদলে যাবে পুরো সুনামগঞ্জ। রাখবে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকাও। তাই দেশবাসীর দায়িত্ব হবে দেশের সার্বিক উন্নয়নের রূপকার আমাদের নেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ানো।’
সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
বিএ/৪ ফেব্রুয়ারি