এসবিএন ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে প্রথমবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আইভোরিকোস্ট নারী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে ৫৬ সদস্যের একটি মেডিকেল কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে।
শনিবার রাতে কর্নেল ডা. নাজমা বেগমের নেতৃত্বে দলটি জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে আইভরিকোস্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।
রোববার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর আরো জানায়, আইভরিকোস্টের লেভেল-২ হাসপাতালে এই কন্টিনজেন্টটি চিকিৎসাসেবা প্রদান করবে। ৫৬ সদস্যের এ দলে ৬ জনই নারী।
কর্নেল ডা. নাজমা বেগম সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী অধিনায়ক হিসেবে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের নেতৃত্ব দিচ্ছেন। মেডিকেল সার্ভিসেস-এ সহকারী পরিচালক হিসেবে তিনি বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আইভোরিকোস্টে সুনামের সঙ্গে শান্তিরক্ষার দায়িত্ব পালন করছে।
আইভোরিকোস্টের বিরাজমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সে দেশের সরকার ও জনসাধারণের আস্থা অর্জন করেছে।